header-bottom-ad
সীমিত-প্রস্তুতিতে-বাংলাদেশের-পাঁচবারের-চ্যাম্পিয়নরা-এশিয়ান-লড়াইয়ে
ছবি: সংগৃহীত
author
স্পোর্টস স্পেল ডেস্ক
আগস্ট ১০, ২০২৫

সীমিত প্রস্তুতিতে বাংলাদেশের পাঁচবারের চ্যাম্পিয়নরা এশিয়ান লড়াইয়ে

  • মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে সিরিয়ার শক্তিশালী আল-কারামাহর মুখোমুখি হবে বাংলাদেশের পাঁচবারের চ্যাম্পিয়নরা

পাঁচবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী বসুন্ধরা কিংস রোববার সকালে দোহা রওনা দেবে, এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হতে সিরিয়ার শীর্ষ ক্লাব আল-কারামাহ এসসির। প্রস্তুতির সময় ছিল খুবই সীমিত, দলটির হাতে ছিল মাত্র দুই সপ্তাহের অনুশীলন, আর কাতারে গিয়ে ম্যাচের আগে মাত্র একদিন সময় পাবে।

গত মৌসুম কিংসদের জন্য ছিল চ্যালেঞ্জিং; লিগে তৃতীয় হয়ে শেষ করা ছাড়াও হারিয়েছে গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় রবসন রবিনহো ও মিগুয়েল ফেরেইরাকে, যিনি মৌসুমের মাঝপথেই দল ছেড়ে যান। যদিও তারা ফেডারেশন কাপ ও এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ জিতেছে, মহাদেশীয় আসরে তারা জয়শূন্য থেকে গ্রুপের তলানিতে ছিল।

এবার প্লে-অফে নামছে কিংস ও আবাহনী লিমিটেড, যারা একই দিনে ঢাকায় মুখোমুখি হবে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের। কিংসের প্রতিপক্ষ আল-কারামাহ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপের সাবেক রানার্স-আপ।

834a9f52-5c40-496a-8b93-c9e05af6b0c6.jpg
কিংস অ্যারেনা (ছবিঃসংগৃহীত)

নতুন মৌসুমে কিংস ফিরিয়ে এনেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজকে, দলে নিয়েছে আবাহনী থেকে রাফায়েল অগুস্তো ও মোহামেডান থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে এম্যানুয়েল ও টনি এম্যানুয়েলকে। জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী ও ইংল্যান্ডভিত্তিক তরুণ কিউবা মিচেলও থাকবেন দলে। নতুন কোচ সের্জিও ফারিয়াস ম্যাচের ঠিক আগে দোহায় দলের দায়িত্ব নেবেন।

দীর্ঘদিনের আবাহনী অধিনায়ক থেকে সদ্য কিংসে যোগ দেওয়া মোহাম্মদ রিদয় বলেন,
“দলগত প্রস্তুতির সময় খুব কম ছিল। যদিও সবাই ব্যক্তিগতভাবে ফিটনেস বজায় রাখার চেষ্টা করেছি, একসাথে কিছুটা বেশি সময় অনুশীলনের সুযোগ পেলে ভালো হতো।”

তিনি আরও যোগ করেন, “এএফসি প্রতিযোগিতা সবসময় কঠিন। প্রতিপক্ষ যেই হোক না কেন, লড়াই হবে চ্যালেঞ্জিং।”

header-bottom-ad
header-bottom-ad