ডিসি ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাডুকানু। কোয়ার্টার ফাইনালে তিনি গ্রিক খেলোয়াড় মারিয়া সকারিকে ৬-৪, ৭-৫ সেটে পরাজিত করেন।
ম্যাচের দ্বিতীয় সেটে ২-৫ গেমে পিছিয়ে থাকা অবস্থায় রাডুকানু মেডিকেল টাইমআউট নেন এবং পরের পাঁচটি গেম টানা জিতে ম্যাচ নিজের করে নেন।
ম্যাচ শেষে রাডুকানু বলেন, "আমি সাধারণত গরমে ভালো খেলি, কিন্তু আজ সত্যিই কষ্ট হচ্ছিল। এটা আমার খেলা অন্যতম কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে আবহাওয়ার দিক থেকে। দ্বিতীয় সেটের কিছু পয়েন্টে আমি কাঁপছিলাম। তবে শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করতে পেরেছি, এবং সেটাও দুই সেটেই। এতেই আমি খুশি।”
উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে রাডুকানু ইতিহাস গড়েছিলেন প্রথম কোয়ালিফায়ার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতে।
এদিন আরও একটি সেমিফাইনাল নিশ্চিত করেন লেইলা ফার্নান্দেজ। তিনি কোয়ালিফায়ার টেইলর টাউনসেন্ডকে ৬-৪, ৭-৬ (৪) সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ এলেনা রাইবাকিনা।