header-bottom-ad
অল-স্টার-ম্যাচে-অংশ-না-নেওয়ায়-মেসি-ও-আলবা-নিষিদ্ধ-পরবর্তী-ম্যাচে-খেলতে-পারবেন-না
জর্দি আলবা ও লিওনেল মেসি। (ছবি : সংগৃহীত)
author
স্পোর্টসস্পেল ডেস্ক
জুলাই ৩০, ২০২৫

অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় মেসি ও আলবা নিষিদ্ধ, পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় ইন্টার মায়ামির দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা সাময়িক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ক্লাবের ম্যাচে তারা অংশ নিতে পারবেন না।

বুধবার অনুষ্ঠিত হয় এমএলএস অল-স্টার ম্যাচ, যেখানে যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের সেরা খেলোয়াড়রা মুখোমুখি হয় মেক্সিকোর লিগা এমএক্স-এর তারকাদের সঙ্গে। তবে ক্লাব কোচ হাভিয়ের মাশচেরানো জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তির কারণে মেসি এই প্রদর্শনী ম্যাচে খেলেননি। অন্যদিকে, জর্দি আলবা আগের ম্যাচে সামান্য চোট পাওয়ায় খেলেননি বলে ধারণা করা হচ্ছে।

তবে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমোদন না নিয়ে খেলায় অনুপস্থিত থাকায় নিয়ম অনুযায়ী শাস্তির আওতায় পড়েছেন এই দুই খেলোয়াড়। এমএলএসের এক বিবৃতিতে জানানো হয়, “ইন্টার মায়ামির ডিফেন্ডার জর্দি আলবা এবং ফরোয়ার্ড লিওনেল মেসি ২০২৫ সালের অল-স্টার ম্যাচে অংশগ্রহণ না করায় তারা ক্লাবের ম্যাচডে ২৭-এ এফসি সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না। লিগের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে অনুমতি ছাড়া কেউ অনুপস্থিত থাকলে পরবর্তী ক্লাব ম্যাচে সে খেলোয়াড় অংশগ্রহণের যোগ্যতা হারান।”

এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “আমি জানি মেসি এই লিগকে ভালোবাসে এবং তিনি মেজর লিগ সকারের জন্য সবচেয়ে বেশি অবদান রাখা ব্যক্তিদের একজন। তবে অল-স্টার ম্যাচে অংশগ্রহণ সংক্রান্ত যে নিয়ম আমাদের বহুদিন ধরে রয়েছে, সেটি আমাদের মানতেই হয়েছে। যদিও এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এই নিয়মটি পুনর্বিবেচনা করা হতে পারে। খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করে নিয়মটির প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে আলোচনায় আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।

header-bottom-ad
header-bottom-ad