header-bottom-ad
বার্সেলোনায়-রাশফোর্ডের-অভিষেকের-আগেই-নাটক-ও-বিতর্ক
মার্কাস রাশফোর্ড। (ছবিঃ সংগৃহীত)
author
স্পোর্টস স্পেল ডেস্ক
আগস্ট ১০, ২০২৫

বার্সেলোনায় রাশফোর্ডের অভিষেকের আগেই নাটক ও বিতর্ক

  • নতুন মৌসুম শুরুর আগেই একের পর এক বিতর্কে জড়ালেন ম্যানইউ থেকে আসা তারকা ফুটবলার মার্কাস রাশফোর্ড।
  • তের স্টেগেন সাগা নতুন সিজনের আগে উত্তাপ ছড়াল

লা লিগা শুরুর আগে ঘরের মাঠে কোমোর বিপক্ষে রোববার বার্সেলোনার হয়ে প্রথমবার নামবেন ইংল্যান্ড তারকা মার্কাস রাশফোর্ড। তবে অভিষেকের আগে গত দুই সপ্তাহে তার সময় কেটেছে তীব্র বিতর্কের ভেতরে।

সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে অধিনায়ক মার্ক-আন্দ্রে তের স্টেগেনকে ঘিরে পরিস্থিতি। একাধিক চোটে ভুগে মাত্র ৯ ম্যাচ খেলা এই জার্মান গোলরক্ষককে বিক্রি করে নতুন সাইনিংদের নিবন্ধন করাতে চেয়েছিল বার্সা, কিন্তু অস্ত্রোপচারের কারণে তা হয়নি। ফলে লা লিগার আর্থিক নিয়মে রাশফোর্ডসহ নতুন খেলোয়াড়দের নিবন্ধন আটকে গেছে।

তের স্টেগেন জানুয়ারি পর্যন্ত তালিকাভুক্তি থেকে বাদ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্লাব অধিনায়কত্ব কেড়ে নেয়, পরে সমঝোতায় ফেরত দেয়। এখন তিনি পুনর্বাসনে থাকবেন এবং জানুয়ারিতে বিক্রির সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক হলে, আগামী শনিবার মায়োর্কার বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচেই রাশফোর্ডের খেলা দেখা যেতে পারে,যদিও বার্সায় নিশ্চিত কিছু বলা মুশকিল, যতক্ষণ না কাগজে-কলমে সব সম্পন্ন হয়।

header-bottom-ad
header-bottom-ad