আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান স্বীকার করেছেন, ২০২৩ বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচারের মাত্র কয়েক মাসের মাথায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা ছিল তার বড় ভুল।
তাড়াহুড়ো করে আইপিএল ২০২৫-এ ভালো করার চেষ্টায় তিনি অতিরিক্ত অনুশীলন করেন, যা শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। ফলস্বরূপ, গত আসর ছিল তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মৌসুম ১৫ ম্যাচে মাত্র ৯ উইকেট, ইকোনমি রেট ৯.৩৫। রশিদ বলেন, “অস্ত্রোপচারের পর আমার প্রয়োজন ছিল এমন এক বিরতি, যাতে শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু আমি তাড়াতাড়ি ক্রিকেটে ফিরেছিলাম এবং পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ পাইনি। সেই ভুলের খেসারত দিয়েছি।”
আইপিএলের পর দুই মাস মাঠের বাইরে থেকে শুধুমাত্র ফিটনেসে মনোযোগ দেওয়ার পর তিনি আবার পুরনো ছন্দ ফিরে পান। দ্য হানড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে লন্ডন স্পিরিটের বিপক্ষে লর্ডসে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এবং ক্যারিয়ারের ৬৫০ উইকেটের মাইলফলক অতিক্রম করেন।
লর্ডসের ধীর গতির পিচে ৯৪–৯৮ কিমি/ঘণ্টা গতিতে বল করে প্রতিপক্ষকে বিপদে ফেলেন রশিদ। তার ভাষায়, “আগে শরীর আমার অ্যাকশন সম্পূর্ণ শক্তি দিয়ে শেষ করতে দিচ্ছিল না। এখন আবার সেই গতি ফিরে পেয়েছি, যা ব্যাটসম্যানদের চাপে ফেলার জন্য প্রয়োজন।”