ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট একের পর এক মাইলফলক স্পর্শ করছেন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। বর্তমানে তাঁর টেস্ট রান সংখ্যা ১৩,৪০৯, যেখানে শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের সংগ্রহ ১৫,৯২১ রান।
ইংল্যান্ডের সহ-অধিনায়ক ওলি পোপ মনে করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে রুট একদিন শচীনের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারেন। তিনি বলেন,
"জো রুট টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলতে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি শরীর তাকে অনুমতি দেয়, তাহলে আমি নিশ্চিত, সে শীর্ষ স্থানে যাওয়ার লক্ষ্য নিয়ে খেলবে। তবে তার আসল ইচ্ছা যতদিন সম্ভব খেলে যাওয়া। টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এখনও অটুট। প্রতিটি ম্যাচেই তার মুখে হাসি দেখা যায়, খেলার প্রতি তার যে ক্ষুধা—তা সত্যিই অসাধারণ। তাই আমি অবাক হব না, যদি সে একদিন শচীনকে টপকে যায়।"
উল্লেখ্য, ভারতের বিপক্ষে চলমান চতুর্থ টেস্টে রুট দুর্দান্ত ১৫০ রানের ইনিংস খেলেছেন, যার মাধ্যমেই তিনি এই বিরল অর্জন স্পর্শ করেন।