ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস উকস অ্যাশেজ সিরিজে খেলার জন্য কাঁধের অস্ত্রোপচার এড়িয়ে পুনর্বাসনের পথ বেছে নিতে পারেন, যদিও এতে নতুন করে চোট পাওয়ার ঝুঁকি রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
৩৬ বছর বয়সী উকস ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের প্রথম দিনে দ্য ওভালে কাঁধে চোট পান, যা সম্ভবত স্থানচ্যুত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তিনি। চোটের কারণে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেলেও সিরিজ জয়ের জন্য শেষ মুহূর্তে ব্যাট হাতে নামেন তিনি, বাম হাত ছিল স্লিংয়ে বাঁধা।
উকস বলেন, “স্ক্যানের ফল জানার পর সিদ্ধান্ত নিতে হবে, অস্ত্রোপচার করব নাকি পুনর্বাসনের মাধ্যমে শক্তি ফিরিয়ে আনব। অস্ত্রোপচার করলে পুনর্বাসনে ৩-৪ মাস লাগবে, যা অ্যাশেজ শুরুর সময়ের কাছাকাছি পড়বে। পুনর্বাসনের পথে গেলে ৮ সপ্তাহের মধ্যে শক্তি ফিরতে পারে। তবে পুনরায় চোট পাওয়ার ঝুঁকি থাকবে।”প্রথম অ্যাশেজ টেস্ট ২১ নভেম্বর পার্থে শুরু হবে। এর আগেই সুস্থ হওয়ার আশা করছেন উকস।
ভারতের বিপক্ষে রোমাঞ্চকর শেষ দিনে ১৭ রান দরকার থাকতেই ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। বল মুখোমুখি না হয়েও ৪ রান দৌড়ে নেন, তবে গাস অ্যাটকিনসন আউট হওয়ায় ইংল্যান্ড ৬ রানে হেরে যায়।
তার এই সাহসী ভূমিকার প্রশংসা হয়েছে দেশ-বিদেশে। তবে উকস বলেন, “আমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার। দলের প্রয়োজনে সুযোগ পেলে যা করণীয়, সেটাই করেছি। দুর্ভাগ্যজনকভাবে জয় পাইনি, কিন্তু দলের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”