২০২৬ সালের মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকে এনএইচএল খেলোয়াড়দের প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেছে কানাডা। দেশের পুরুষ, নারী ও প্যারা হকি দলের মোট ৯২ জন খেলোয়াড়কে জাতীয় দলের ওরিয়েন্টেশন ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়েছে, যা ২৬ থেকে ২৮ আগস্ট ক্যালগারিতে অনুষ্ঠিত হবে।
পুরুষ দলের নেতৃত্বে থাকবেন কনর ম্যাকডেভিড ও সিডনি ক্রসবি। তাদের সঙ্গে থাকবেন কেল মাকার, নাথান ম্যাককিনন ও মিচ মার্নার। নারী দলে থাকছেন মেরি-ফিলিপ পুলিন, সারা ফিলিয়ার ও ন্যাটালি স্পুনারসহ বহু তারকা।
হকি কানাডার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (হাই পারফরম্যান্স ও হকি অপারেশনস) স্কট স্যালমন্ড বলেন, “ইতালির পথে যাত্রা শুরু করতে এবং ট্রিপল গোল্ড জয়ের লক্ষ্যে পুরুষ, নারী ও প্যারা হকি দলকে একত্রিত করতে আমরা উচ্ছ্বসিত। সামনে কঠিন বাছাই প্রক্রিয়া থাকলেও ক্যালগারিতে মৌসুম শুরুর মাধ্যমে সবাইকে এক দলে পরিণত করার সুযোগ মিলবে।”
এই তালিকায় রয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৪ নেশনস ফেস-অফ চ্যাম্পিয়ন দলের ২৪ জন খেলোয়াড়, যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন জর্ডান বিনিংটন (সেন্ট লুইস ব্লুজ), অ্যাডিন হিল (ভেগাস গোল্ডেন নাইটস) ও স্যাম মন্তেমবোল্ট (মন্ট্রিয়েল কানাডিয়েন্স)। পুরুষদের অলিম্পিক হকি ১১-২২ ফেব্রুয়ারি মিলানে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৪ সালে এনএইচএল খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নিয়ে কানাডাকে চার আসরে তৃতীয় স্বর্ণ এনে দেয়।
নারী দলে চার গোলরক্ষক, ১০ ডিফেন্ডার ও ১৬ ফরোয়ার্ড রয়েছেন, যার মধ্যে ১৭ জন ২০২২ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণজয়ী দলের সদস্য। এছাড়া ২৩ বছরের নিচের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ডিফেন্ডার ক্লোয়ে প্রিমেরানো, নিকোল গোসলিং, ফরোয়ার্ড কাইটলিন ক্রেমার এবং গোলরক্ষক কাইল অসবর্ন ও ইভ গাসঁ।