লিভারপুলে চলমান ২০২৫ ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে জমে উঠেছে শিরোপা লড়াই।
শনিবারের খেলায় মাইকেল অ্যাডামস বর্তমান চ্যাম্পিয়ন গ্যাওয়েন জোন্সের সঙ্গে ড্র করলেও, স্টুয়ার্ট কনকোয়েস্ট মধ্যখেলার শুরুর দিকেই সুবিধা কাজে লাগিয়ে তরুণ শত্রেয়াস রয়্যালকে পরাজিত করেন।
এই ফলাফলে অ্যাডামস ও কনকোয়েস্টের সঙ্গে আরও চারজন নিকিতা ভিটিউগভ, পিটার রবারসন, রিচার্ড পার্ট ও ম্যাসিয়েজ চোপোর সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। রবিবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত নবম রাউন্ড, যা স্বাভাবিক সময়ের চেয়ে সাড়ে চার ঘণ্টা আগে, সকাল ১১টা (সিইএসটি) শুরু হবে।