header-bottom-ad
চোটের-কারণে-ইউএস-ওপেন-থেকে-ছিটকে-গেলেন-পাউলা-বাদোসা
স্পেনের টেনিস তারকা পাউলা বাদোসা(ছবিঃ সংগৃহীত)
author
স্পোর্টস স্পেল ডেস্ক
আগস্ট ১০, ২০২৫

চোটের কারণে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন পাউলা বাদোসা

  • ২০২৪ সালের কোয়ার্টার ফাইনালিস্টের পিঠের চোটে স্বপ্নভঙ্গ।
  • ইনস্টাগ্রামে শেয়ার করলেন জীবনের কঠিন অভিজ্ঞতা।
  • "সহজ দিনে আমি গড়ে উঠিনি; আমাকে গড়েছে ভাঙন ও ব্যর্থতা" পাউলা বাদোসা

স্পেনের টেনিস তারকা পাউলা বাদোসা এ বছরের ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন বলে শুক্রবার নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থানে থাকা ২৭ বছর বয়সী এই তারকা দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছেন যে সমস্যার কারণে তিনি ২০২৩ সালের ইউএস ওপেনও খেলতে পারেননি।বাদোসা ২০২৪ সালে ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন, কিন্তু এবার ফ্লাশিং মিডোজে দ্বিতীয়বারের মতো তিন মৌসুমে টুর্নামেন্ট মিস করতে হচ্ছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় বাদোসা সরাসরি সরে দাঁড়ানোর কথা না বললেও নিজের সংগ্রাম ও মানসিক যাত্রা তুলে ধরেন। তিনি লেখেন,

"সহজ দিনে আমি গড়ে উঠিনি; আমাকে গড়েছে ভাঙন, ব্যর্থ সিদ্ধান্ত ও অপূর্ণ স্বপ্ন। ব্যর্থতা আমাকে যা শিখিয়েছে, সাফল্য কখনও পারেনি। এটি আমাকে বিনম্র করেছে, নিজের ভেতরে তাকাতে শিখিয়েছে, নতুনভাবে দৃঢ়তার সঙ্গে ফিরে আসতে শিখিয়েছে।"

header-bottom-ad
header-bottom-ad