header-bottom-ad
এগিয়ে-আছেন-ইংল্যান্ডের-টমি-ফ্লিটউড-শিরোপার-অপেক্ষা-কি-এবার-ঘুচবে
টমি ফ্লিটউড (ছবি : সংগৃহীত)
author
স্পোর্টস স্পেল ডেস্ক
আগস্ট ১০, ২০২৫

এগিয়ে আছেন ইংল্যান্ডের টমি ফ্লিটউড, শিরোপার অপেক্ষা কি এবার ঘুচবে?

মেমফিসে অনুষ্ঠিত সেন্ট জুড চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে এক শটের লিড নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের গলফার টমি ফ্লিটউড। এক আন্ডার-পার ৬৯ স্কোর করে তিনি মোট ১৪ আন্ডারে দিন শেষ করেছেন। কাছাকাছি অবস্থানে আছেন অভিজ্ঞ সহদেশীয় জাস্টিন রোজ, যার স্কোর ১৩ আন্ডার।

বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা শনিবার সকালে সম্পন্ন হয়, যেখানে ফ্লিটউড রোজের চেয়ে তিন শট এগিয়ে ছিলেন। তবে তৃতীয় রাউন্ডের শুরুতেই পার-ফাইভ তৃতীয় হোলে ডাবল বোগি ও সপ্তম হোলে বোগি করে তিনি লিড হারান। সুযোগ কাজে লাগিয়ে রোজ এককভাবে এগিয়ে যান, কিন্তু নবম হোলে পানিতে বল ফেলায় বোগি করেন, আর ফ্লিটউড সেই হোলে বার্ডি করে আবার সমতায় ফেরেন।

বারো নম্বর হোলে ১৪ ফুট দূরের বার্ডি পুট ডুবিয়ে আবার লিড নেন ফ্লিটউড, এরপর ১৬ নম্বর হোলে আরেকটি বার্ডি যোগ করেন। ১৭তম হোল শেষে লিড বেড়ে যায় তিন শটে, কিন্তু শেষ হোলে বোগি করায় ব্যবধান কমে আসে এক শটে, রোজ শেষ হোলে বার্ডি করে ব্যবধান কমিয়ে দেন।

এদিকে, বিশ্ব এক নম্বর স্কটি শেফলার চমৎকার পাঁচ আন্ডার ৬৫ স্কোর করে মোট ১২ আন্ডারে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তিনিও এখন লিডারের থেকে মাত্র দুই শট পিছিয়ে।

ইউরোপিয়ান ট্যুরে সাতবারের চ্যাম্পিয়ন ফ্লিটউড এখনও পিজিএ ট্যুরে শিরোপার দেখা পাননি; এটি হবে তার ১৬২তম প্রচেষ্টা। অন্যদিকে, ৪৫ বছর বয়সী রোজ এ মৌসুমে চল্লিশোর্ধ্ব খেলোয়াড় হিসেবে প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়েছেন। রবিবারের চূড়ান্ত রাউন্ড শেষে ফেডএক্স কাপের শীর্ষ ৫০ জন গলফার পরবর্তী সপ্তাহের বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপে জায়গা পাবেন, যা পিজিএ ট্যুরের প্লে-অফের দ্বিতীয় ধাপ।

header-bottom-ad
header-bottom-ad