আগস্ট ১০, ২০২৫ |
স্পোর্টস স্পেল ডেস্ক
এগিয়ে আছেন ইংল্যান্ডের টমি ফ্লিটউড, শিরো...
মেমফিসে অনুষ্ঠিত সেন্ট জুড চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে এক শটের লিড নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের গলফার টমি ফ্লিটউড। এক আন্ডার-পার ৬৯ স্কোর করে তিনি মোট ১৪ আন্ডারে দিন শেষ করেছেন। কাছাকাছি অবস্থানে আছেন অভিজ্ঞ সহদেশীয় জাস্টিন রোজ, যার স্কোর ১৩ আন্ডার।
বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা শনিবার সকালে সম্পন্ন হয়, যেখানে ফ্লিটউড রোজের চেয়ে তিন শট এগিয়ে ছিলেন। তবে তৃতীয় রাউন্ডের শুরুতেই পার-ফাই...